সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান
একুশ আমার বুকের ভেতর
তীব্র প্রেমের দাহ
একুশ আমার চেতন আধার
শুভ্র হিমবাহ।
একুশ আমার জেগে উঠার
মন্ত্র বলার দিন
একুশ আমার স্বাধীনতার
অবাক প্রথম ঋণ।
একুশ আমার মুখের বুলি
মায়ের আধো বাক
একুশ আমার ভাইয়ের বুকে
বুলেট হতবাক।
একুশ আমার শক্তি অসীম
সাহসী বিজয়
একুশ পেলেই জ্বলে উঠি
আমি বিশ্বময়।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন