কেউ না জানুক আমার ব্যথা


কেউ না জানুক আকাশ জানে 
জেনেছেরে আমার নাকি
               -ভীষণ রকম মন খারাপ।
বুকের ভেতর মোচড় দিয়ে আছড়ে পাছড়ে
খুব জ্বালাচ্ছে, দৌড়োচ্ছে সে 
              -দাপুটে এক অজগ' সাপ।
অন্ত্রপথে হিসহিসিয়ে ঝাড়ছে রাগা
ক্ষতের প্রলেপ বিছিয়ে দিয়ে দিচ্ছে দাগা
ভাবছি আমি ভালোবাসার জগত মিছে
নইলে কেন স্বপ্নভাঙে মোহের পিছে
থাকছি যখন দগ্ধ বুকে একাই বিশাল
রুগ্ন প্রেমে মনেরগহন ছড়াচ্ছে জাল
কেউ না জানুক বাতাস জানে
জেনেছেরে কাহিল আমি
                  -মনখারাপের বিষে জ্বলি
নারীর মায়া মন্ত্রবলে বারেবারে হচ্ছি বলি
আঘাত বুকে পেরেকঠুকু মৃদুগতি
অনাচারের রাহুগ্রাসে সবাই সতি
তবুও তারা হাসেখেলে প্রেমেরবলে
আমি জানি এসব শুধু মিছামিছি
                               -আমায় ছলে।

মন্তব্যসমূহ