বেবাক শহরে জুড়ে প্রতারক পাখি
শিষ দিয়ে বসে প্রত্যেক ডালে ডালে
অগণন ছিনাল প্রেমিকা
কে শিকার- কে শিকারি, পরিসংখ্যান নাই,
তারচেয়ে চলো দুদন্ড মধু চাখি পাখিমেলে;
পাখিদের গান শিখি, শেখাই আদবকেতা
ভালোবেসে বানায় যেন নিশ্ছিদ্র বাসর।
জ্ঞানত মুকুলের ঘ্রাণে বসন্তসখা আসে
সুস্মিতার কাছে লিখে রুমালচিঠি
নাগরিক মনগুলি আরতির গান গায়
মাখে রঙ-চুড়ি হলুদ সোনালু ফুল
তান, তুমিও যেন ডালে ডালে উড়ন্তমন
চুমো খেলে কেমন যেন গড়িয়ে পড়া শিশির
আচ্ছা- কোন ঋতু চলছে তোমার?
মাসিকপত্র গুলো আজকাল লিখছে কী?
ঘাতক একটি মৌ হুল ফুটালে মারাঠারা বর্গী হয়
পুড়ায় শস্যখেত দেবালয় বসত ভিটে
-তুমিও কি পুড়না?
স্বর্ণাভ দিনে যার বুকে ওম দেও মেয়ে
সেও যেন মৃত এক চোখ
হাজারটা প্রেতালয়ে ঝুলে আছে যার দেহ
প্রতারণা তাই দাবি রাখে শিল্পের
জুয়েল আইচ পারেনি যেদিন, তার আগে
পেরেছে তারা- মমতাজ হেলেন সুধা।
অতএব তোমার পানে ঝুলছি আমি
আর ঝুলছে পৃথিবীর সবচেয়ে বড় মুলো।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন