খেয়ালে ঘুরে যায় দুটি চোখ পাখিটার
নির্জলা দুপুরে
ভণিতার যোগীধ্যান কেটে যায় শহরে
পাখিদের কোটরে, কোটরে।
খোলসের অজ্ঞাতে লুটোপুটি দুটি সাপ
ভাষাহীন চলছেই পাখিদের সদালাপ
শবরী বালিকায় হেটে যায় যথাকাল
বিলায়ে মধুরস সুধাময়ী মহাকাল
কম্পমা সোহাগি থেমে থেমে হয় স্নাত
কালের সাক্ষী হয় খেয়ালের দুটি হাত।
খেয়ালে ঘুরে যায় পাখিটার দুটি ঠোঁট
আপেলের ফালিখানি হাসি মুখে বাঁধে জোট
ছুঁয়ে দিলে আলগোছে লজ্জায় হয় লাল
ভালোবাসি বলে হায়, নাকেমুখে তোর গাল
খেয়ালি মেয়ে তুই মৃদুভাষী হরিণী
অয়োময় সন্ধ্যায় স্মরিণি, স্মরিণি।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন