বৃষ্টি ও ঈশ্বর

বৃষ্টিতে ভিজে একাগ্র মনে
রোজকার মতো একা
নিয়ে এলাম হারানো শৈশব

ভালোবেসে কর্তা-
উপহার দিলেন, প্রচণ্ড জ্বর

বড়দের কাজকারবার
ভালোবাসা বুঝি-
হয়রে হয়, এমনি হয়।



মন্তব্যসমূহ