কত গুলো লাশ পড়ে থাকে জ্যান্ত হাওয়ার দেশে
উদ্বায়ী দিন কাটে সূতোর শঙ্খ ঘুড়ি
বিরানের জলে খেলে বউচি কানামাছি খেলা একটুক্ষণ।
উদ্বায়ী দিন কাটে সূতোর শঙ্খ ঘুড়ি
বিরানের জলে খেলে বউচি কানামাছি খেলা একটুক্ষণ।
কমলার ভেজা চুল রোদ খেতে অভুক্ত রয়
রাত পোহাতেই কানপোনা মাছ-
হিরকের ঝলকানিতে জলডুবি জলডুবি বিহার করে
রুপোলী বালির শেড কুহেলি পর্দা মেলে আয়নামহল
সন্নিকট ঝুপে কুমারীর সম্ভ্রম ছুঁয়ে লতানো ঘাসের শরীর
তারও আছে কিছু খিদে, যেমন লাশের।
রাত পোহাতেই কানপোনা মাছ-
হিরকের ঝলকানিতে জলডুবি জলডুবি বিহার করে
রুপোলী বালির শেড কুহেলি পর্দা মেলে আয়নামহল
সন্নিকট ঝুপে কুমারীর সম্ভ্রম ছুঁয়ে লতানো ঘাসের শরীর
তারও আছে কিছু খিদে, যেমন লাশের।
অনাবাদী মেঘ বুঝে না বসন্ত, চেনে না রক্ত পলাশ
জুঁই ফুল শুভ্র সুরভে গন্ধ ছড়ায় লাশের মিছিলে
তার মাঝে লাশগুলো পড়ে থাকে জ্যান্ত হাওয়ার দেশে
বিরানের জলে খেলে বউচি কানামাছি খেলা একটুক্ষণ।
জুঁই ফুল শুভ্র সুরভে গন্ধ ছড়ায় লাশের মিছিলে
তার মাঝে লাশগুলো পড়ে থাকে জ্যান্ত হাওয়ার দেশে
বিরানের জলে খেলে বউচি কানামাছি খেলা একটুক্ষণ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন