তান সিরিজ ১

তান


শীত গ্রীষ্ম বর্ষা ঋতুবতী হলে সবাই
নমনীয় ভঙ্গিতে আসে ক্লান্তির দ্রাঘিমারেখা
কে তোমায় গিলে খেলো হে!
এখনো শিমুলবনে পতপত উড়ে শাড়ির আঁচল।

নড়ে গেলে শিফন চুলের খোঁপা 
দুমিনিট নীরবতা আসে বকের ডানায় 
কে আমায় ডাকছে মৃদু উষ্ণ বাতাসে
শিউলিতলায় আলগোছে ঝরে দুফোঁটা শিশির
কমনীয় নারীর বেশে ভাস্বর হলে তান
আচ্ছা, তুমিও কি প্রেম বিরহে তাপিত দুপুর?

ঝিনুক জানে শুধু- ঝিনুকের ক্লেশ 
কয় মণ কষ্ট সহে ফলে মানিক রতন 
আর আমার মধ্যে আমি বালি লয়ে করি যেই খেলা
জমা করি হার, উদাসীর মগ্নপ্রায় সমস্ত বিকেল।


মন্তব্যসমূহ