রুশ মান্দারিন ফ্রেন্স, এবং কি রোমান হিব্রু
অক্ষরে সাজান প্রেমের নৈবেদ্যগুলো
চমৎকার শৈলীতে করতে থাকলেন অনুদিত
যে আমি অব্যক্ত প্রেমে প্রতিনিয়ত পিষ্ট
তার কাছে চাইলাম মনের অনুবাদ
অনুবাদক থ মেরে করজোড়ে চাইলেন ক্ষমা
ভেবে পেলাম, পুড়তে পুড়তে মূল্যহীন ছাঁই
বায়ুতে মিশবো যেদিন পুনর্বার জন্মাতে
সেই ছাঁইয়ে অনুদিত হবে অব্যক্ত প্রেম পঙক্তিমালা
এস্রাজে পরে রবে কয়েক ডজন সিগারেট
আর তুমি বিমনা তানে ভাঙবে সরাজ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন