চুপটি মাছের মতো উৎপেতে আছ যেইজন
শিকার শিকার চোখে খুন হই তাতে
দুচোখে কাজলপাতা আশ্বিনিঘ্রাণে করে মোঁ মোঁ
ভাসছে গাছ ভাসছে লতান গুল্মশাখা
সেইখানে প্রোজ্জ্বল তুমি, অবলোহিত মাণিক্য
যেন আম্রমঞ্জরি হতে খসে পড়া সুবাসী বিলাপ
মাখামাখি আছে তাতে সুন্দর বায়োনিক প্রেম।
আবার খনন হলে বুকের তটরেখে
সেখানে মাছের আঁশে পাবে
অজস্র রত্নভাণ্ডার, কিছু প্রাতিপদিক দিন
আর কিছু ভেষজ চিৎকারে দেখ
লীলাময় সংসার প্রণয় বারোয়ারি রাজ্যসভা;
অজস্র নামে যেই যেই ঘোর লাগে
সেই ফিকিরে রোদ ও হাওয়াদের কাকতাল শিখি
ভাবনায় রাঙাই তামাম ফিরিঙ্গি সময়
ও মাছ, হতবুদ্ধিকে দিলে না বিবেক!
ঝোপের ভেতরে চা'ও আর হলকা নামাও
চুপটি মাছ, বসে বসে বাদাম খেয়ো
আর বলো- কী জাত কীইবা ঠিকুজিকোষ্ঠী
সেসব বিচার করে লিখবো বন্ধ্যা প্রেম
গলে গলে মোমচোখ, কী করে ভাঙে
-জোড়, ছায়াদেহ!
পলিমাটিতে লিখে দিবো সেই ইতিহাস।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন