ভ্রষ্টাচার


কতই বাগান দেখি স্বৈরিণী-মোহিনী রূপে
ফুল আর ফুল, ফুটেছে শতেক
কতই পাখিরগান জগত ভরেছে সুরে
পাখিদের চোখে হাসি কাঙ্ক্ষার স্বর্গসমেত
সমবেত কন্ঠে-ধ্বনিতে, এলানো বাতাস বহে
কানে কানে বলে, 'মধুময় ধরা এক্ষণে দেখ
ভালোবেসে তারে একজনম রেখে দিতে পারো।'
হাজার হরেক মেঘ নীলক্ষা আকাশ জুড়ে
ভাসমান ভেলায় বিলোচ্ছে শোভা-
সবুজে সবুজ ঘাস, তৃণশয্যায় অটবীর সারি
প্রাণেজ জলাধারে জেগে আছে একখণ্ড ভূমি
চেতনউষা সে দেশের নাম- অননুমেয় বাংলাদেশ।

শুনেছি প্রাণেশ্বর ওহে এক ভূখন্ডে নাকি
এত এত শোভা, হৃদ মনোলোভা
শুধু নেই কোন জন- কোন মানুষ?
শুনেছি প্রাণেশ্বর নিত্য সে ভূখন্ডে নাকি
এত এত মায়া, জলে তার ছায়া
শুধু নেই প্রেমিক- যেজন স্বদেশ!

অসংখ্য শুয়োরছানা দলবেঁধে বাস করে
চষে বেড়ায় বধ্যভূমি- সোনাপুর গ্রাম
আমাদের মাথাগুলো ধূলাতে লুটোপুটি খেলে
শুয়োরের পায়ে লাথি খাই, গুঁতো খাই
আর অভিশাপ দিই, 'ওহে লাইনচ্যুত বেওফাগণ
একদিন, একদিন- খাক হবে ঝাঁক ঝাঁক
বুলন্দনসিব এই, সুললিত সুর আর সুখের বাগান
নতমুখী ধর্ষিতার মতো আত্মহত্যার গাইবে কোরাস।'

মন্তব্যসমূহ